নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় শাহ সূফি আল গাউস (রঃ)-এর প্রতিষ্ঠিত মদিনার জামাতের ২৭তম ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলার ভবেরচর কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত এই ইসলামী মহা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. সাইয়েদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন খন্দকার মোঃ জালাল রীমু, সাইদুর রহমান, এবাদুল্লাহ হক, মুক্তার হোসেন, নজরুল ইসলাম, আক্তারুজ্জামান শিকদার, মোঃ শাহীন খাঁন, আব্দুল মান্নান মিয়াজী, রিফাত প্রধান, মিজানুর রহমান মিজান প্রমুখ।