নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যমান সংলগ্ন বন্যা আশ্রয়কেন্দ্রের মূল ভবনের মাটি সংলগ্ন পাকা ভাঙ্গাসহ ফাটল ধরেছে। অচিরেই মেরামত করে গাইডওয়াল নির্মাণ না করলে মুল ভবনের নিচ ফ্লোর ফাটলসহ ভবন ভাঙ্গার আশঙ্কা বাড়ছে দিন দিন এমন অভিযোগ স্কুল প্রধানের।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়া জানান, গত ১৫ – ১৬ অর্থ বছরের জুন মাসে বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ হয়েছে। মূল ভবনের মাটি সংলগ্ন পাকা ভাঙ্গাসহ ফাটল ধরেছে। অচিরেই মেরামত করে এবং ভবন রক্ষা করতে গাইড ওয়াল নির্মাণের দাবি করছেন যথাযথ কর্তৃপক্ষের নিকটে। অপরদিকে অতি বৃষ্টির কারণে স্কুল মাঠের বৃহত্তর অংশের মাটি ভেঙ্গে পাশের নিচু জমিতে জমাট হয়েছে। ফলে স্কুল শিক্ষার্থীদের স্কুল মাঠে খেলাধুলা করার সুযোগ নেই। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, বিষয়টি অবগত নেই। সরেজমিনে দেখে মেরামত ও গাইড ওয়াল নির্মাণের প্রক্রিয়া করে বাজেট অনুমোদন হলে কাজ করতে হবে।
গজারিয়ায় আশ্রয়কেন্দ্র ভবন ফাটলসহ ভাঙনের আশঙ্কা বাড়ছে, গাইডওয়াল নির্মাণ দাবি কর্তৃপক্ষের
আগের পোস্ট