নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ার ইমামপুর ইউনিয়নের এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতার দোকান থেকে ওএমএস এর ৩৩ বস্তা চাল জব্দ করেছে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম। এসব বস্তায় মোট এক হাজার ৬৫০ কেজি চাল ছিল বলে জানা গেছে।
গত রোববার রাত ৮টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাত ৮টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওএমএস ডিলার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেনের দোকানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তা পরিবর্তন করে নতুন বস্তায় চাল ভরার সময় হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন ইউএনও। এসময় ৩৩ বস্তা চাল জব্দ করা হয়। সরকারি চাল অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে এভাবে বস্তার মোড়ক পরিবর্তন করা হচ্ছিলো।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রসুলপুর বাজারের ওএমএসের ডিলার মোফাজ্জল হোসেনের দোকানে অভিযান চালানো হয়। এসময় খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তা পরিবর্তন করে নিজস্ব মোড়ক সম্বলিত ৩৩ বস্তায় ১৬’শ ৫০ কেজি চাল জব্দ করা হয় এবং বস্তা পরিবর্তন কাজে নিয়োজিত দুই কর্মচারীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় ডিলার পালিয়ে যাওয়ায় দোকানটি সীলগালা করা হয়। এ বিষয়ে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।