নিজস্ব প্রতিবেদক,২৯ অক্টোবর ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় আবাসন প্রকল্পে এক যুবককে হত্যা চেষ্টায় হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ইমামপুর ইউনিয়নের চরকালিপুরা আবাসন প্রকল্পে গতকাল মঙ্গলবার সকালে যুবক ফারুক (৪০) কে হত্যা করার চেষ্টায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথায় জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মাদকাসক্ত কবির হোসেনের বিরুদ্ধে।
চরকালিপুরা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আহত ফারুক মিয়ার ভাই বাচ্চু মিয়া জানান, গতকাল মঙ্গলবার সকালে আবাসন প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের মৃত সিদ্দিক প্রধানের ছেলে মাদকাসক্ত কবির আমার ভাই ফারুককে হত্যা করার চেষ্টায় তার ঘরে গিয়ে অতর্কিতভাবে হামলা করেছে। আমার ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথায় জখম সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করেছে। আহত ফারুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। অভিযুক্ত কবির হোসেনকে বারবার মোবাইল করে রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি। গজারিয়া থানা ইনচার্জ হারুন রশিদ জানান, ঘটনার সংবাদ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গজারিয়ায় আবাসন প্রকল্পে যুবককে হত্যা চেষ্টায় পিটিয়ে জখমের অভিযোগ
আগের পোস্ট