নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় অবৈধ চুনা কারখানা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে এক লক্ষ টাকা অর্থদন্ড ও কারখানা বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানা বে ওয়াটার পার্কের বিপরীতে অবস্থিত অবৈধ চুনা ফ্যাক্টরিতে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট কোহিনূর আক্তার। এসময় তিনি অবৈধ ফ্যাক্টরির সত্ত্বাধিকারী মোঃ আপন, পিতা- ছাদেক হোসেন, গজারিয়া, মুন্সীগঞ্জকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে চুনা ফ্যাক্টরি অপসারণের নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট কোহিনূর আক্তার বলেন, গজারিয়ায় অবৈধ চুনা ও ঢালাই কারখানাগুলো পরিবেশ দূষণকারী কালো ধোঁয়া নির্গত করে পরিবেশ ও জলবায়ুর উপর বিরূপ প্রভাব ফেলছে যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিষয়টি আমাদের নজরে আসায় আমরা তা বন্ধে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।