নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অভিযানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা ও গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক ঢালাই কারখানা।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত একটানা চলে অভিযান। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিষয়টি তদারকি করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম।
তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গজারিয়ায় অভিযান পরিচালনা করি। এসময় বালুয়াকান্দি, ভাটেরচর নতুন রাস্তা ও পুরান বাউশিয়া এলাকায় তিনটি ঢালাই লোহার কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা ও গুঁড়িয়ে দেওয়া হয় এই ঢালাই কারখানাগুলো। অন্যদিকে বালুয়াকান্দি ও ভাটেরচর নতুন রাস্তার এলাকায় ৪টি হোটেলে ও একটি দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব প্রতিষ্ঠানে প্রতিমাসে অন্তত ১৫ লক্ষ টাকার গ্যাস চুরি করা হতো। অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। তিতাস কর্মকর্তাদের উপস্থিতি টের পেরে তারা হয়তো কৌশলে পালিয়ে গেছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকল্পে ধারাবাহিকভাবে আমাদের অভিযান চলমান থাকবে।