নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার দুটি লাইনে ৫ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। লাইন দুটির মাধ্যমে মধ্য ভাটেরচর, বিশদ্রোন ভাটেরচর, আনারপুরা, মীরেরগাঁও, বৈদ্যারগাঁও, টেঙ্গারচর গ্রামের অন্তত সাড়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ চলতো বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে ভাটেরচর গ্রামের ৪/৫ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ লাইন বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হয়। পরে দুপুর আড়াইটায় ভবেরচর ইউনিয়নের আনারপুরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) কর্মকর্তা রাশেদুল ইসলাম ও তিতাস গ্যাস অধিদপ্তরের সোনারগাঁও আঞ্চলিক জোনের ডিজিএম প্রকৌশলী মোঃ সুরুজ আলমের নেতৃত্বে গজারিয়া থানার তদন্ত অফিসার মুক্তার হোসেনসহ চৌকস টিম, তিতাস গ্যাসের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ভাটেরচর ও আনারপুরা গ্রামে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় ১ জনকে জরিমানাসহ দুইটি গ্রামের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনা শেষে তিতাস গ্যাসের ডিজিএম প্রকৌশলী মোঃ সুরুজ আলম বলেন, আমাদের এই অভিযান সামনের দিকে আরো বেগবান হবে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।