নিজস্ব প্রতিবেদক
গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিতকল্পে সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২০২১-২০২২ অর্থবছরের প্রথম উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার রবিবার দুপুরে উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জেছমিন বেগম। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরীতে উন্মুক্ত ওয়ার্ড সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ওয়ার্ডের সমস্যা এবং এর সমাধানে যেমন- এলাকার রাস্তা-ঘাট, বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা, মাদক মুক্ত এলাকা গঠন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সেলিম রেজা।