নিজস্ব প্রতিবেদক
গজারিয়ার দৈনিক গণমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক মুন্সীগঞ্জের খবরের প্রতিনিধি সাইদ হাসান আফরান দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দী উপজেলার শহীদনগর নামক এলাকায় চট্টগ্রামগামী সড়কে তাকে বহনকারী মোটরসাইকেল দূর্ঘটনার কবলে পড়ে। এসময় সহকর্মী সুমন খাঁনসহ তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরীপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরে মদনপুরস্থ আল বারাকা হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিনি বাড়ী ফিরেন। আর সহকর্মী মোঃ সুমন খাঁনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
এ বিষয়ে সাংবাদিক সাইদ হাসান আফরান বলেন, মৃত্যুকে খুব কাছ থেকে দেখে বেঁচে ফেরার অভিজ্ঞতা হয়েছে। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি তিনি বাবা-মায়ের দোয়ায় আমাকে বাঁচিয়ে রেখেছেন। সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন। আমি যেন আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
সাংবাদিক সাইদ হাসান আফরানের সড়ক দূর্ঘটনার খবর পেয়ে গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিনের নির্দেশে তাৎক্ষণিক তাকে দেখতে যান সাংবাদিক আজিজুল হক পার্থ, ওসমান গনি প্রমুখ। তারা আহত সাংবাদিক সাইদ হাসান আফরানের চিকিৎসার খোঁজ-খবর নেন।
গজারিয়ার সংবাদকর্মী সাইদ হাসান আফরান সড়ক দূর্ঘটনায় আহত
আগের পোস্ট