নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জি.এম. মোস্তফার কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম রাজা মিয়ার ভাতিজী মেধাবী শিক্ষার্থী মিশকাত জাহান তানজিলা রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল বিভাগে চান্স পেয়ে পুরো গ্রামে আলোড়ন সৃষ্টি করেছেন। মিশকাত জাহান তানজিলা রাজধানী ঢাকার হলিক্রস কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবকয়টি বিষয়েই এ প্লাস নাম্বর পেয়ে পাস করেন। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাবী শিক্ষার্থী মিশকাত জাহান তানজিলা রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল বিভাগে ১ম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন।
এলাকার লোকজন জানান, আমাদের গ্রামের মেয়ে মেধাবী শিক্ষার্থী মিশকাত জাহান তানজিলা রাজশাহী মেডিকেল কলেজে ডেন্টালে পড়ার সুযোগ পেয়েছে। আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছে। এটা গৌরবের বিষয়।
মিশকাত জাহান তানজিলার বাবা জি.এম. মোস্তফা বলেন, আমার মেয়ে ভবিষ্যতে একজন ভাল ডাক্তার হয়ে যেন দেশ ও জনগণের সেবা করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
মিশকাত জাহান তানজিলা রাজশাহী মেডিকেল কলেজে ডেন্টাল বিভাগে চান্স পাওয়ায় নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি অবশ্যই ভীষণ খুশি হয়েছি। ভবিষ্যতে আমি একজন খ্যাতনামা চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করতে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চাই।