নিজস্ব প্রতিবেদক
গজারিয়ার আনোয়ার সিমেন্ট শীট লিমিটেডে রোলারের চাপায় এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাত আনুমানিক আড়াইটায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়াস্থ আনোয়ার সিমেন্ট শীট লিমিটেড এর মেশিন অপারেটর এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম আগষ্টীন বর্মন (৩২) পিতা-যামনী বর্মন গ্রাম-জগন্নাথপুর, ডাকঘর -দৌলতপুর, উপজেলা/জেলা-ঠাকুরগাঁও। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আনোয়ার সিমেন্ট শীটে ইতিপূর্বেও শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শ্রমিক মৃত্যুর বিষয়ে আনোয়ার সিমেন্ট শীট লিঃ এর এডমিন অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মেইন মেশিনে ময়লা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত হাত দিল রোলারে টেনে নিয়ে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার আবেদন করেছে তার প্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।