নিজস্ব প্রতিবেদক
খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন বদলিজনিত মুন্সীগঞ্জ থেকে বিদায়ী জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। গতকাল রোববার সকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন নতুন জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করেন। এসময় নতুন যোগদানকৃত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন দায়িত্বভার অর্পণ শেষে প্রশাসনের সব কর্মকর্তাদের নতুন জেলা প্রশাসককে সহযোগিতার জন্য নির্দেশনা দেন। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৩১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপর এক প্রজ্ঞাপনে বিদায়ী খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়। মোঃ মনিরুজ্জামান তালুকদার মুন্সীগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।