নিজস্ব প্রতিবেদক
গজারিয়া ও মুন্সীগঞ্জে বাংলাদেশ কোস্টগার্ড ডকইয়ার্ড ও বেইসের প্রশাসনিক ভবন ও অফিসার্স মেসের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে কোস্টগার্ডের মহাপরিচালক অ্যাডমিরাল এম আশরাফুল হক এসব ভবনের ভিত্তি স্থাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কোস্টগার্ডের মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা বৃক্ষরোপণ করেন। বাংলাদেশ কোস্টগার্ডের এ ভবনগুলো স্থাপনের মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
কোস্টগার্ডের ডকইয়ার্ড ও বেইসের ভিত্তি স্থাপন
আগের পোস্ট