নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরের কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঐ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব হোসেন মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক হারুন অর রশিদ, মাহাবুব আলম, মিল্টন হোসেন, বিএনপি নেতা জামাল হোসেন, কোলাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক স্বাধীন হোসেন, মঞ্জিল হোসেন, অনিকসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।