নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরের কোলাপাড়ায় মরহুম হায়দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দক্ষিণ পাইকশা নবীউর রহমান স্মৃতি সংসদ বিজয়ী হয়েছে। গত সোমবার ২১শে ফেব্রুয়ারি বিকেল ৫টায় উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গোল্ডেন সুফিয়া রিসোর্টে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দক্ষিণ পাইকশা নবীউর রহমান স্মৃতি সংসদের প্রতিপক্ষ টিম ছিল দক্ষিণ পাইকসা রয়েল চ্যালেঞ্জ। এই দুই টিমের মধ্যে ২ গোল করে বিজয় লাভ করে দক্ষিণ পাইকশা নবীউর রহমান স্মৃতি সংসদ। দক্ষিণ পাইকশা যুব সমাজের ব্যবস্থাপনায় ও দক্ষিণ পাইকশা নবীউর রহমান স্মৃতি সংসদের সৌজন্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ইমাম বেপারী, সাংগঠনিক সম্পাদক পরশ মাহমুদ ও রাজিব।
কোলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টে নবীউর রহমান সৃতি সংসদ বিজয়ী
আগের পোস্ট