নিজস্ব প্রতিবেদক
কোরবানীর ঈদের পর মুন্সীগঞ্জ জেলার ৬৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক সূত্রমতে এ বিষয়টি জানা যায়। আর এ বিষয়টিকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিস ইতোমধ্যে নড়েচড়ে উঠেছে। নির্বাচনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বর্তমানে তারা এখন মাঠে রয়েছেন। তাতেই বুঝা যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন আসন্ন। ইতোমধ্যে জেলার ৬৮টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে জেলা নির্বাচন অফিস প্রাথমিকভাবে বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে গুছিয়ে নেয়ার কাজ শুরু করে দিয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে জেলা নির্বাচন অফিস ইতোমধ্যে ৬টি উপজেলার নির্বাচন অফিসারদের পত্র প্রেরণ করেছেন। মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিস গত ২৮ মার্চ ২০২১ তারিখে উল্লেখিত বিষয়ে সেই পত্র প্রেরণ করেছেন। যার স্মারক নং – ২৪৪। সাধারণত প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে ভোটকেন্দ্র রয়েছে। সেইসব ভোটকেন্দ্রগুলো আসন্ন নির্বাচনের সময় উপযোগী কিনা তা যাচাই বাছাইয়ে প্রতিটি উপজেলা নির্বাচন অফিসার এখন মাঠ পর্যায়ে কাজ করছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশেই এখন মুন্সীগঞ্জ জেলায় এর প্রাথমিক কাজ চলছে। এ কাজের শেষেই নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সদ্য যোগদানকৃত মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শনপূর্বক তথ্যাদি প্রেরণের জন্য জেলার ৬টি উপজেলার নির্বাচন অফিসারদেরকে পত্র প্রেরণ করা হয়েছে।
কোরবানীর ঈদের পর মুন্সীগঞ্জে ৬৮টি ইউনিয়নের নির্বাচন হওয়ার সম্ভাবনা
আগের পোস্ট