নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কে. কে. গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ৮৩ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্রদের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় বিশিষ্ট ব্যাংকার মোঃ সিরাজুল ইসলাম এফ.সি.এম.এ কে আহ্বায়ক এবং চিত্রশিল্পী ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান ভুটানকে সদস্য সচিব মনোনীত করা হয়। কমিটির অপরাপর সদস্য ও ব্যাচ সমন্বয়ক হলেন- এ এস এম নাসির উদ্দিন এলান (”৮১), এডভোকেট মোস্তাফিজুর রহমান ভূইয়া (”৮২), ডাঃ নিজাম উদ্দিন হেলাল (”৮৩), ডাঃ শফিকুর রহমান, মোঃ ফিরোজ হাসান (”৮৪), গুলজার হোসেন সুমন (”৮৬), এডভোকেট শাহিন মোঃ আমানুল্লাহ (”৮৭), ফিরদাহুল হাসান (”৮৮), মুহাম্মদ আব্দুল জাব্বার (”৮৯), মোঃ আঃ রব (”৯০), আবু সাঈদ সোহান (”৯১), হারুনুর রশিদ (”৯৩), মোঃ আনিসুর রহমান, ডাঃ আব্দুল মালেক মুরাদ (”৯৬) এবং মুহাম্মদ আল আমিন (”৯৭)। প্রসঙ্গত: সভায় পুনর্মিলনীতে রেজিষ্ট্রেশন ফি জন প্রতি ১৫০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া রাজনীতিতে সরাসরি যুক্ত কোন ব্যক্তিকে কার্যকরী সদস্য কিংবা নির্বাহী সদস্য পদে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত গৃহীত হয়।