নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২।
গত সোমবার ১৪ এপ্রিল সকালে স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়। নববর্ষের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ছাত্র, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের অংশগ্রহণে স্কুল এন্ড কলেজে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নববর্ষ উদযাপন অনুষ্ঠানে কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাহানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ আক্তার হোসেন, কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন, মোঃ তোহা মিয়া আখন, পরিমল চন্দ্র ঢালী, জাহানজীব সারোয়ার, মোন্তাছির রহমান, রেজুনা খাতুন, নাসরিন সুলতানা, মোহাম্মদ তোয়াহা, দিলীপ কুমার গোস্বামী, কলেজ শাখার প্রভাষক মোঃ শামসুল আলম, খুশি লাল রায়, মোঃ ফরহাদ মিয়া, কামাল হোসেন, তানজিল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জুরান রায়, মুহাম্মদ শাহীন মিঞা, হৃদয় চন্দ্র মৃধা, আব্দুল হালিম, মোঃ আনোয়ার হোসেন, মেঃ আবু সালেহ, কিরণ চন্দ্র শিকারী, এনায়েত করিম, ফারিন আক্তার, আয়েশা আক্তার, অফিস সহকারী ফিরোজ মিয়া প্রমুখ।