ক্রীড়া ডেস্ক
করোনা মহামারীর সঙ্গে বিপজ্জনক উইকেটে টেস্ট খেলার তুলনা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক অধিনায়ক লকডাউনের সময়ে দেশটির মানুষের জীবন সম্পর্কে জানালেন। সারা বিশ্বে করোনার প্রকোপে মারা গিয়েছে ২.৪ লক্ষেরও বেশি মানুষ। সংক্রমণ ছাড়িয়েছে ৩৪ লক্ষেরও বেশি মানুষের শরীরে।
ফিভার নেটওয়ার্কের ‘১০০ ঘণ্টা ১০০ তারকা’ অনুষ্ঠানে কথা বলার সময় তিনি বলেন, ‘পরিস্থিতি একটা ভয়ঙ্কর উইকেটে টেস্ট ম্যাচ খেলার মতো। বল সিম করছে, স্পিনও। ব্যাটসম্যানকে একটুও ভুল করলে চলবে না।’
তিনি বলেন, ‘সুতরাং ব্যাটসম্যানকে রানও করতে হবে আবার উইকেটও বাঁচিয়ে রাখতে হবে ন্যূনতম ভুল না করে এবং টেস্ট ম্যাচটা জিততেও হবে।’
এভাবেই ক্রীড়াজগতের সঙ্গে স্বাস্থ্য সঙ্কটকে মিলিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা। নিজের ক্যারিয়ারে ঘূর্ণি উইকেট বা পেস সহায়ক পিচে বোলারদের মহড়া নিতে দেখা গিয়েছে তাকে। সেই স্মৃতি মনে করে সৌরভ বলছেন, ‘এটা খুবই কঠিন। কিন্তু আমরা আশা করি আমরা একসঙ্গে এই ম্যাচ জিততে পারব।’
সৌরভ আরও বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি দেখে আমি খুবই হতাশ। বাইরে কত মানুষ সমস্যায় ভুগছেন। আমরা এখনও সংগ্রাম করছি কী করে এই মহামারীকে সামলাব তা নিয়ে। বিশ্বজুড়ে এমন পরিস্থিতি আমাকে উদ্বিগ্ন রেখেছে। আমরা জানি না কীভাবে, কখন ও কোথা থেকে এটা এল। আমরা এর জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না।’
পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সৌরভের আরও বক্তব্য, ‘বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। কত মৃত্যু হচ্ছে। পরিস্থিতিটা আমাকে দুঃখিত করে তুলছে। আমি ভয়ও পাচ্ছি। কেউ আমার বাড়িতে মুদি সামগ্রী, খাদ্য ডেলিভারি করতে আসছে। তখন আমিও ভয় পাচ্ছি একটু হলেও। মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। আমি চাই, এটা যত দ্রুত সম্ভব শেষ হোক।’
তবে সৌরভ জানাচ্ছেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি সত্যিকারের জীবনে উচ্চ চাপের কঠিন পরিস্থিতির সামনে পড়েছি। আপনাকে রান করতে হবে এবং আর একটাই বল বাকি আছে। আপনি যদি একটা ভুল করেন, একটা ভুল ফুটওয়ার্ক দেখান আর সুযোগ পাবেন না। এই ধরনের পরিস্থিতি আপনাকে সতর্ক হতে এবং সত্যি জীবনের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করে তোলে।’
করোনা মোকাবেলা বিপজ্জনক উইকেটে টেস্ট খেলার মতো: সৌরভ
আগের পোস্ট