নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় বিএমএ এর নির্দেশানুযায়ী মুন্সীগঞ্জ জেলায় “করোনা প্রতিরোধ ও সহায়তা কেন্দ্র” কমিটি গঠন করা হয়েছে। জেলার স্বাস্থ্যসেবা প্রদানকারী সকলকে সহযোগিতা এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য প্রয়োজনে সহায়তা প্রদানের লক্ষ্যে গত ৩১ মার্চ মঙ্গলবার এই কমিটি ঘোষণা করা হয়। ডাঃ মোঃ আখতার হোসেনকে আহ্বায়ক, ডাঃ মোঃ জোবায়ের ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ডাঃ প্রণয় মান্না দাসকে সদস্য সচিব করে ১২ জনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির ১২ জন সদস্য হলেন ডাঃ মোঃ এহসানুল করিম, ডাঃ মোঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ দুলাল হোসেন, ডাঃ আবুল বাশার, ডাঃ দেবব্রত ঘোষ, ডাঃ আব্দুল হালিম, ডাঃ মোঃ আসাদুজ্জামান সাগর, ডাঃ মোঃ আমজাদ হোসেন প্রকাশ, ডাঃ মোঃ কামরুল হাসান, ডাঃ আহমেদ মঞ্জুরুল ইসলাম, ডাঃ মোঃ মাহমুদুর রহমান, ডাঃ মাহমুদ ইখতিয়ার সম্রাট প্রমুখ।
করোনা প্রতিরোধ ও সহায়তা কেন্দ্রের মুন্সীগঞ্জ আহ্বায়ক কমিটি গঠন
আগের পোস্ট