নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির (৫৯) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। শ্রীনগর উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কেএম তামজিদ আহমেদ জানান, হুমায়ূন কবির গত ৩ জুন নিজ কার্যালয়ে পেনশন ভোগীদের সাথে কাজ করেন। রাতে উপজেলা ডাক বাংলোতে অবস্থান করে অসুস্থ হয়ে পড়েন। পরদিন তিনি দায়িত্ব অর্পণ করে ঢাকার দনিয়ার বাসায় চলে যান। সেখানে তার করোনা ধরা পরে। গত শুক্রবার রাতে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার ২ মেয়ে ও ১ জামাতা চিকিৎসক। শ্রীনগর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ূন কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
করোনায় মারা গেছেন শ্রীনগর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা
আগের পোস্ট