নিজস্ব প্রতিবেদক
নোভেল করোনা ভাইরাসের প্রথম ধাপ পেরিয়ে পুরো বিশ্ব এখন দ্বিতীয় ধাপে। আর ভাইরাসের প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে সাধারণ মানুষের সচেতনতা অনেকটাই কম। যার ফলে বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। মরণঘাতী এই ভাইরাসের থেকে বাঁচতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গজারিয়ায় মাস্ক বিতরণ করেছে প্রতিভাবান সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা। পবিত্র শবেবরাতের রাতে মসজিদে নামায পড়তে আসা মুসল্লিদের মাস্ক পরানোর মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করে। পরে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মাস্ক বিতরণের সময় মোঃ হাশেম আলী বলেন, করোনা ভাইরাস এর ভয়াবহতা সম্পর্কে মানুষ জানার পরও মানুষের ভিতর প্রথম ধাপের মতো ২য় ধাপে এসে কোন সচেতনতাই দেখতে পারছি না। এদেরকে সতেচন করতে হবে যাতে করে আমরা করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলা করতে পারি। আর এইরকম স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি তাদের অবস্থান থেকে সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতন করার লক্ষ্যে কাজ করে যায় তাহলে আমি মনে করি করোনা ভাইরাস এর মোকাবেলা করতে আমরা কিছুটা হলেও সক্ষম হব।
জলিল মিয়া জানান, এই সংগঠনটির পূর্বের কাজগুলোতে আমরা আনন্দিত এবং সন্তুষ্ট ছিলাম। এখনও তারা করোনা ভাইরাস থেকে বাঁচতে মানুষকে সচেতন ও মাস্ক বিতরণ করছে এতে আমরা তাদের কাছে খুব সন্তুষ্ট। আমরা আশা করবো তাদের মতো দেশ ও সমাজের মানুষগুলো যেন সচেতন হয় এবং মাস্ক ব্যবহার করে। আসেন আমরা একসাথে সচেতন হয়ে মাস্ক ব্যবহার করে এই কভিড-১৯ এর মোকাবেলা করে সফল হই। এসময় সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদ হাসান আফরান বলেন, আমরা করোনা ভাইরাস এর ১ম ধাপে মানুষকে সচেতন করার জন্য কাজ করেছি। আমাদের অবস্থান থেকে এখন নভেল করোনা ভাইরাসের ২য় ধাপেও আমাদের এই সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পবিত্র শবেবরাত এর রাতে আমরা কভিড-১৯ এর ২য় ধাপের পদক্ষেপ সম্পর্কে মানুষকে সচেতন, মাস্ক ও লিফলেট বিতরণ করেছি। সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুন জানান, সারা পৃথিবীর মানুষগুলো যেখানে এ ভাইরাস সম্পর্কে সচেতন সেখানে আমাদের দেশের মানুষগুলোর মধ্যে কোন সচেতনতাই লক্ষ্য করতে পারছি না। তাই আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন প্রতিভাবান সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদ হাসান আফরান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুন, রায়হান আহাম্মদ রাফি, নিরব আহাম্মেদ রবিন, বিজয়, জাহিদ প্রমুখ।
করোনার ২য় ধাপ মোকাবেলায় প্রতিভাবান সংগঠনের মাস্ক বিতরণ
আগের পোস্ট