নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি লৌহজং-মাওয়া প্রধান সড়ক ও সরকারি লৌহজং কলেজ, ঘোড়দৌড় বাজার, মালিরঅংক মোড় হয়ে উপজেলা পরিষদে এসে জড়ো হন তারা। এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে ইসরাইলের হামলার প্রতিবাদ জানায়। এসময় এ সড়ক দিয়ে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। মানববন্ধনে ছাত্র-জনতারা উপজেলা থেকে ইসরায়েলের পণ্য ব্যবহার থেকে বিরত থাকা ও বর্জনের ঘোষণা দেন। মানববন্ধনে তারা বলেন, গাজাবাসীদের অপরাধ কী? শিশু, নারী ও বৃদ্ধদের উপর হামলা করে হত্যা করছে। এটা কি কোনো সভ্যতার নিয়ম হতে পারে? মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না হলে এই ধ্বংসযজ্ঞ একে একে সবাইকে গ্রাস করবে। গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচির আহ্বান করা হয়েছে।
এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বিপুল সংখ্যক লোকজন স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিয়েছেন।