স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির সঙ্গে আরও এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসি। সবকিছু ঠিকঠাক চললে ২০২৬ সালে ক্লাবের নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’-এ খেলতে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে।
২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বর্তমান চুক্তি ২০২৫ পর্যন্ত হলেও, ক্লাবটি এখন তার সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। ‘দ্য অ্যাথলেটিক-এর বরাতে জানা গেছে, আলোচনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দুই পক্ষই ইতিবাচক মনোভাব পোষণ করছে।
এই চুক্তি বাস্তবায়িত হলে এটি শুধু ইন্টার মায়ামির জন্যই নয়, পুরো মেজর লিগ সকার (এমএলএস)-এর জন্য একটি বড় সাফল্য হবে। মেসির আগমনের পর থেকেই ক্লাবের পারফরম্যান্স, জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে বিশাল পরিবর্তন এসেছে।
ক্লাবের মালিক হোর্হে মাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “সবকিছু ঠিকঠাক এগোচ্ছে, যেন কোনো সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি- ক্লাবের জন্য, মেসির জন্য। সিদ্ধান্তটা মেসির হাতে, তবে আমাদের সব পরিকল্পনাই তাকে ২০২৬ সালে নতুন স্টেডিয়ামে খেলতে দেখার দিকেই এগোচ্ছে।”
তিনি আরও জানান, আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।
মাঠে মেসি এখনও দুর্দান্ত ছন্দে। গত বুধবার লস অ্যাঞ্জেলেস এফসি-র বিপক্ষে দুটি গোল করে ৩-২ ব্যবধানে জয় এনে দেন, যার ফলে ইন্টার মায়ামি পৌঁছে যায় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে। ক্লাবের হয়ে ৪৮ ম্যাচে মেসির গোল ৪২টি, অ্যাসিস্ট ২১টি- অসাধারণ এক পরিসংখ্যান।
২০২৪ সালে মেসির নেতৃত্বেই ইন্টার মায়ামি এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতে নেয় এবং এই বছরের সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে। ইন্টার মায়ামির নতুন ২৫,০০০ আসনের ‘মায়ামি ফ্রিডম পার্ক’ উদ্বোধনের কথা ২০২৬ সালে। ১৩১ একর এলাকা জুড়ে তৈরি হচ্ছে আধুনিক এই স্পোর্টস কমপ্লেক্স, যেখানে থাকবে বিনোদন কেন্দ্র, খোলা পার্ক এবং হসপিটালিটি সুবিধা। যদিও শুরুতে ২০২৫ সালে এটি চালুর পরিকল্পনা ছিল, কিন্তু নির্মাণে বিলম্ব হওয়ায় সময় পিছিয়ে গেছে।
২০২৫ সালই হবে ইন্টার মায়ামির ফোর্ট লডারডেলের ‘চেজ স্টেডিয়াম’-এ শেষ মৌসুম। এরপর নতুন ঠিকানায়, নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করবে ক্লাব- সেই যাত্রার কেন্দ্রে লিওনেল মেসিকেই দেখতে চায় ইন্টার মায়ামি।
ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের পথে মেসি
আগের পোস্ট