আরাফাত রায়হান সাকিব॥ র্দীঘ একযুগের বেশি সময় পরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আড়িয়ল বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে বিল সংলগ্ন গাদিঘাট গ্রামের ছাত্র সমাজের আয়োজনে গাদিঘাট থেকে বিলের ২কিলোমিটার জুড়ে এ বঙ্গবন্ধু স্মৃতি নৌকা বাইচ-২০১৯ অনুষ্ঠিত হয়। বাইচে অংশনেয়, বর্ণের ও সাঁজের এক ডজনের বেশি নৌকা।
এদিকে নৌকা বাইচ দেখতে গত শুক্রবার বিকালে বিভিন্ন এলাকা দূর-দূরান্ত থেকে বিলে ভিড় জমায় বিভিন্ন বয়সের শ্রেণী পেশার হাজার হাজার নারী-পুরুষ। বিকালের দিকে বৈরি আবহাওয়ায় বৃষ্টি শুরু হলেও বৃষ্টি উপেক্ষা করে বিল জুড়ে ছিলে মানুষের আনন্দ আমেজ। ট্রলার নৌকা যোগে বাইচের পথের দুইপাশে অবস্থান নেয় নারী পুরুষরা। এসময় তারা হাততালি ও বিভিন্ন স্লোগান দিয়ে বাইচে অংশনেওয়া মাঝি মাল্লাদের উৎসাহ দেয়। নারী-পুরুষের আনন্দ আমেজে বিল এলাকা মুখরিত হয়ে উঠে।
বাইচে অংশনেয়া নৌকা গুলোর মধ্যে ছিলো লস্করপুর একতা, টাইগার কোষা, রাঢ়ীখাল এক্সপ্রেস, মধু মাঝি সবুঝ মাঝি ,লায়ন, অধিরপাড়া এক্সপ্রেস, শিকদার বাড়ি, মত্তগ্রাম এক্সপ্রেস-২, বুলেট, নিউ বুলেট, সোনার বাংলা সহ অন্যান্য। কোন নৌকায় ছিলো ৩০জন, ৫৫জন, কোন নৌকায় ৬২জন করে মাঝি। প্রতি নৌকায় ছিলো ১জন করে গায়েন (পরিচালক)। বিভিন্ন বাদ্য যন্ত্রের তালে তালে সমান তালে বৈঠা চালিয়ে মাঝির নৌকা চালিয়ে প্রতিযোগিতার পথ পাড়ি দেয়।
স্থানীয় আব্দুল হালিম হালদার জানান, আগে প্রতিবছর বিলে নৌকা বাইচ হতো, দল বেধে ট্রলার নৌকায় বাইচ দেখতে আসতাম, র্দীঘ ১২থেকে ১৫বছর পর আবারো বিলে নৌকা বাইচ হলো । স্থানীয় ট্রলার চালক জানান, বহুদিন পরে হলেও বিলে নৌকা বাইচ হওয়ায় সববয়সী মানুষই খুশি।
প্রথমবারের মত নৌকবাইচ দেখতে আসা ছাত্র সাইফুল ইসলাম জানান, নৌকা বাইচের কথা শুনে আসতাম এই প্রথম নৌকা বাইচ দেখলাম, খুব আনন্দ উৎফুল্ল লাগছে, প্রতিবছর এমন আয়োজন হলে গ্রামবাংলার এই ঐহিত্য টিকে থাকবে।
নৌকা বাইচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী উপস্থিত ছিলেন। বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে প্রধান অতিথি।
আয়োজকরা মুন্সীগঞ্জের কাগজকে জানায়, আড়িয়ল বিলে নৌকাবাইচ বহুবছরের প্রাচীন উৎসব, কিন্তু বিগত এক যুগের বেশি সময় ধরে নানা কারনে নৌকা বাইচ বন্ধ ছিলো । তবে এই উৎসব এখন থেকে প্রতিবছর আয়োজন করার প্রচেষ্টা রয়েছে।
আড়িয়ল বিলে নৌকা বাইচে আনন্দ উৎসব
আগের পোস্ট