নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুরে ইছামতি নদীর ভাঙন কবলিত গ্রাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ভাঙ্গন কবলিত মানুষের আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে ভাঙন কবলিত সলিমাবাদ ও আশেপাশের গ্রাম পরিদর্শন করেন তিনি। এসময় দ্রুত ভাঙন রক্ষায় যথাযথ ব্যবস্থার আশ্বাস দেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, যমুনা টিভির সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাঃ আব্দুল আলিম, সংগঠক এম জামাল হোসেন মন্ডল, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আকরাম মন্ডল, মহিলা মেম্বার মাহমুদা আক্তার প্রমুখ।
স্থানীয় গ্রামবাসী জানান, বহুদিন ধরেই নদীর তীর ভেঙে চলছে। এতে হেঁটে চলার একটি বহু পুরাতন পথ বিলীন হয়ে গেছে। স্থানীয়দের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনাও হুমকিতে। দ্রুত এ বিষয়ে কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।