নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা হয়েছে। গত রবিবার সকালে মুন্সীগঞ্জ শহরের মারকাযুল করীম ইসলামী রিসার্চ সেন্টার মাদরাসা মিলনায়তনে এই সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাঈদ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রশিক্ষণ সম্পাদক মুফতি সানাউল্লাহ কাসেমী। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ আমির হোসেন পুস্তি। অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মৃধাসহ পৌরশাখার নেতৃবৃন্দ। সভায় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আগের পোস্ট