নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওর্য়াডের টিউবওয়েল প্রতীকের ইউপি সদস্য প্রার্থী মো. রেজাউল কবির ভোট পুনঃগণনার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছে। নির্বাচনের দিন রবিবার সন্ধ্যায় তিনি আবেদনটি করেন। তার আবেদন সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তারিখে অনুষ্ঠিত নির্বাচন শেষে ভোট গণনাকালীন সময়ে টিউবওয়েল প্রতীকের ভোট সঠিকভাবে গণনা করা হয়নি বলে তিনি জানান। তিনি আরো অভিযোগ করেন প্রিজাইডিং অফিসার আমার নিয়োজিত এজেন্টকে রেজাল্ট শীট প্রদান করেননি। তাছাড়া খসড়া ফলাফল শীটে ভোটের হিসাবে পার্থক্য রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে এসব অভিযোগ নিয়ে ভোট পুনঃগণনার জন্য একটি আবেদন পেয়েছেন বলে জানান আধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার। তিনি জানান, কেন্দ্রে যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেটাই চূড়ান্ত। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ বলেন, সঠিকভাবেই ভোট গণনা করা হয়েছে। তারপরও ঐ প্রার্থী যদি মনে করেন সঠিকভাবে ভোট গণনা করা হয়নি তাহলে ভোট পুনঃগণনার জন্য আদালতের শরানাপন্ন হতে পারেন। আদালতের নির্দেশনা পেলে আমরা সে মোতাবেক তার আবেদনটি নিয়ে কাজ করবো। আপাতত এ নিয়ে করার কিছু নেই। প্রসঙ্গত, আধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের ইউপি সদস্য প্রার্থী মোঃ রেজাউল কবির ভোট পেয়েছেন ৬২৩টি। তার ধারনা তিনি আরো বেশি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কবির ঢালী পেয়েছেন ৬৫১ ভোট।
আধারা ইউপি সদস্য প্রার্থীর ভোট পুনঃগণনার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন
আগের পোস্ট