নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার ২৩ এপ্রিল মুক্তিযুদ্ধের সংগঠক ও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলদী বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী গিয়াসউদ্দিন আহমেদ ওরফে বাচ্চু কাজীর ২১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার ধামারণ গ্রামে ধামারণ কাজী বাড়ী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পাঠের উদ্যোগ নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধের সংগঠক ‘বাচ্চু কাজী স্মৃতি পাঠাগার’ এর উদ্যোগে মরহুমের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নবাসী, আলদীবাজার শুভাকাঙ্খীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপুর পিতা মুক্তিযুদ্ধের সংগঠক কাজী গিয়াসউদ্দিন আহমদ ওরফে বাচ্চু কাজী ২০০৪ সালের ২৩ এপ্রিল ইন্তেকাল করেন।