নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্যামল দাস (৪৮) নামে এক মুমূর্ষু হার্টের রোগীর অপারেশনের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তার পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রবাসী ছাত্র সংসদ। গতকাল শনিবার সকালে সংগঠনটির সদস্য ও র্যাব হেডকোয়ার্টারস এর অতিরিক্ত মহাপরিচালকের পারসোনাল এসিস্টেন্ট মো. শরিফুল ইসলাম ঢাকাস্থ ন্যাশনাল হাসপাতালে উপস্থিত হয়ে হার্টের রোগী শ্যামল দাসের চাচাতো ভাইয়ের হাতে ৬২ হাজার টাকা তুলে দেন। তিনি জানান, আগামী রবিবার ওই হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারী অপারেশন করা হবে। শ্যামল দাস শ্রীনগর উপজেলার তিনগাঁও গ্রামের জীবন দাসের পুত্র। জানা যায়, দীর্ঘদিন ধরে শ্যামল দাস হার্টের রোগে ভুগছিলেন। চিকিৎসা খরচ যোগান দিতে হিমশিম খাচ্ছিলেন তিনি। তার এই রোগের কথা জানতে পেরে তার দিকে মানবতার হাত বাড়িয়ে দেয় ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রবাসী ছাত্র সংসদ। তার চিকিৎসার জন্য তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয় নগদ ৬২ হাজার টাকা। এছাড়া সংগঠনটি করোনা ভাইরাস দুর্যোগকালীন সময় জনমানুষের সেবায় একধাপ এগিয়ে রয়েছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার বেলা ১২টায় কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলূম মাদরাসা, পশ্চিম কোলা মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং দারুল উলূম মোহাম্মাদিয়া ছাতিয়ানতলী ক্বওমি মাদরাসায় ৪শ কেজি চাউল, ৬০ কেজি ডাল, ৬০ কেজি তৈল ও ৩০ কেজি লবন পৌঁছে দেয় সংগঠনটি। ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রবাসী ছাত্র সংসদের পক্ষে নাহিদ হাসান মাসুদ, রিপন আলম, ওয়াসিম বেপারী, সেলিম ঢালী, নয়ন হাওলাদার, জসিম বেপারী, শাহ আলম, রুবেল রানা, তুষার, আরিফ ঢালী, পলাশ, মেহেদী হাসান, মনিরুজ্জামান, কাদির, সাগরসহ আরো অনেক রেমিট্যান্স যোদ্ধারা এ মহতি উদ্যোগে আর্থিক ও সার্বিক সহায়তা করেন। এই মানবিক কাজের ধারা অব্যাহত থাকবে বলে এই গ্রুপের সকল এডমিন মতামত প্রকাশ করেন।