নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় সরকারি লৌহজং কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আমীর পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, অবৈধ সরকারের আমলে ভারতের সাথে ১০টি চুক্তির মধ্যে একটিও জনহিতকর নয়।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল্লাহ তাহের কাসেমীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ সালেহীন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরী, সাংগঠনিক সম্পাদক জি এম রফিকুল ইসলাম বাদল, সদস্য হাফেজ মুনসুর আহমাদ মুসা, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ আল আমীন বেপারী।