গতকাল দৈনিক মুন্সীগঞ্জের কাগজে “গজারিয়ায় তিতাসের অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে বলা হয়েছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ গজারিয়ার বাউশিয়ায় একটি অবৈধ ঢালাই লোহা কারখানা এবং হোসেন্দী এলাকায় একজন আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ ধরনের সংবাদ এর আগেও বহুবার প্রকাশিত হয়েছে। প্রায় সময় দেখা যায়, গজারিয়া উপজেলার কোথাও না কোথাও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের মূলে রয়েছে এলাকার একটি প্রভাবশালী চক্র। এ চক্রটি তিতাস গ্যাস কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ অবৈধ সংযোগ দিয়ে আসছে। যা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তারপরও তাদের অবৈধ গ্যাস সংযোগের প্রক্রিয়া চলমান রয়েছে। ফলে গজারিয়া উপজেলার যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ সংযোগকারী দল। এ ধরনের কার্যকলাপ রুখতে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অনতিবিলম্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং তিতাস গ্যাস কার্যালয়ে কর্মরত এ ধরনের অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত অসাধু কর্মকর্তা ও এলাকার অবৈধ গ্যাস সংযোগকারী চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়।